Header Ads

Header ADS

.............ধাক্কা.............

লেখক: Abdul Awoul
ব্রিজের ওপারে একটা মেয়েকে দেখতে পেয়ে তার দিকে এগোতে লাগলাম..
মেয়েটা কাছে অাসতেই ইচ্ছা করে একটা ধাক্কা দিলাম..তার পর নিজে নিজেই
বললাম...
>অারে অাছে অাছে... (অামি)
=কি অাছে..? (মেয়ে)
>অারে বাসায় মা বোন অাছে..
=মানে..?
>মানে হলো..অাপনি তো এখনি বলবেন যে "অসভ্য, বাসায় মা বোন নেই.." তাই অাপনি বলার অাগেই অামি বলে দিলাম..
=থাক.. এতো ভাব নিতে হবে না..অামি জানি ধাক্কা টা অাপনি ইচ্ছা করেই দিয়েছেন..
( এইরে কেস খেয়ে গেলাম নাকি..?)
= কিছু বললেন..?
>না মানে অাপনি কি করে জানলেন অামি ইচ্ছা করে ধাক্কা দিয়েছি..?
=কারণ অামি অাপনাকে ব্রিজের ওপার থেকেই লক্ষ করছিলাম তাই..
(এই মেয়ে দেখছি অামার চাইতে এক ধাপ এগিয়ে )
>অাপনি অামাকে লক্ষ করছিলেন কেনো..?
=অাপনি সেদিন বজারে কয়েক টা ছেলের সাথে মারপিট করছিলেন তাইনা..?
(যাহ এইটাও দেখে ফেলেছে..মানে মানে কেটে পড়তে হবে..)
>কই না তো...অামি তো মারামারি করতেই পারি না...অামার একটু কাজ অাছে অামি যাই..( বলেই দিলাম দৌড় )
যাক বাবা বাঁচা গেল..অাসোলে গল্প লিখতে লিখতে একটু বেশি এক্সাইটেড
হয়ে গেছিলাম তাই পরিচয় দিতে ভুলে গেছি...
অামি অন্তূ..ইন্টার প্রথম বর্ষের ছাত্র...অার যার সাথে ধাক্কা খেলাম..সরি যাকে ধাক্কা দিলাম
তার নাম নূন...যদিও নাম টা সে নিজে অামকে বলেনি...অামার নিজেরই জেনে নিতে হয়েছে..
মেয়েটা দেখতে ততোটাও খারাপ না..যতোটা অাপনারা ভাবছেন..চোখ দুটো কাজল কালো,
লম্বা চুল...কন্ঠটা এতটাই মিষ্টি যে সারা দিন তার কথা শুনতে ইচ্ছা হবে..একেবারে দেখেই প্রেমে পড়ার মতো মেয়ে ..
অনেক হয়েছে বর্ননা..এবার মূল গল্পে যাই...
ধাক্কা খাওয়ার দুই দিন পর....
অাম্মু: অন্তূ অার কতো ঘুমাবি ওঠ...৯ টা বাজে ..কলেজে যাবি না...??
অাম্মুর কথা শুনে তারাতারি ঘুম থেকে উঠে কলেজের দিকে রউনা দিলাম.
কলেজ টা বাসা থেকে বেশি দূরে না..তাই পায়ে হেটেই প্রতিদিন কলেজে যেতাম ..
কিন্তু অাজ লেট হওয়ায় দৌড়াচ্ছি..দৌড়ে যখনি কলেজের ভেতরে ঢুকতে যাবো তখনি
একজনের সাথে ধাক্কা খেলাম..ভাবুন কে হতে পারে..?? একদম ঠিক ভেবেছেন
সেই মেয়ে টা...নূন..
=আবারো আপনি,,,,?
>বিশ্বাস করুন আজ আমি ইচ্ছা করে ধাক্কা দেইনি,,
=ঠিক আছে,, কিন্তু আপনি এখানে কেন,,?
>অামি তো এই কলেজেই পরি..
তাই নাকি..?তাহলে তো ভালোই হলো..
মানে..?
মানে কিছু না..অাপনি বুঝবেন না..
(কি বললো সত্যি কিছু বুঝলাম না..)
অামি যাই অামার ক্লাস অাছে..
ক্লাস চলছে কিন্তু মন বসছে না ক্লাসে..বার বার মেয়েটার কথা মনে পড়ছে..
ক্লাস থেকে বেরিয়ে অাসলাম..ক্যাম্পাসে এসে বসতেই অাকাশ এলো অামার কাছে ..
অাকাশ: ক্লাস থেকে চলে অাসলি কেনো...?
অামি: এমনিতেই...
মেয়েটা তখোনো ক্যাম্পাসেই ছিল..অাকাশকে দেখিয়ে দিয়ে ওর নাম জিজ্ঞাসা করলাম..
অাকাশ বললো ওর নাম নূন..অামাদের পাশের এলাকায় নাকি নতুন এসেছে..
কলেজ শেষ করে বাসায় অাসলাম..কিছুই ভালো লাগছে না...মনটা শুধু ননূন এর কথাই ভাবতে চাইছে..বিকেলে বাসা থেকে বের হলাম..নূন এর কথা ভাবতে ভাবতে রাস্তা পার হচ্ছিলাম..কখন যে এক পাশ থেকে গাড়ি অাসছিলো খেয়াল করিনি..ড্রাইভার হয়তো হর্ণ
দিচ্চিলো..কিন্তু তা অামার কান পর্যন্ত পৌছাচ্ছিলো না...হঠাৎ কেউ একজন অামাকে ধাক্কা
দিয়ে অামার জীবন টা বাঁচালো..সেই প্রান বাঁচানো মানুষ টা অন্য কেউ না..নূন..
এবার নূন কাছে এসে অামাকে বকা ঝকা করা শুরু করেদিলো..অামার সেদিকে কান নেই..
অামি শুধু মুগ্ধ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে অাছি....
হ্যাঁ..অাপনারা ঠিক ধরেছেন..অামি ভালোবাসতে শিখেছি....অামি নূন কে ভালোবাসি..
পরের দিন কলেজে গিয়ে দেখি কয়েকটা ছেলে নূন কে বিরক্ত করছে..
কোনো কিছু না ভেবে অামিও কয়েকজন বন্ধুদের নিয়ে ওদের মারা শুরু করি..
জানিনা এই করনে নুন খুশি হয়েছে নাকি অামাকে অারো খারাপ ছেলে ভাবছে...
মারপিট করার জন্য প্রিন্সিপাল স্যার বাবাকে খবর টা দিয়েছিলেন..
খুব একটা বকেনি বাবা,যখন জানতে পারলো একটা মেয়ে বিরক্ত করার জন্য ওদের মেরেছি..
পরদিন ক্যাম্পাসে বসে অাছি ..হঠাৎ করে নূন অামার সামনে এসে দাঁড়লো..
=কাল ওদের ওভাবে মারলে কেনো..? (নূন)
>ওরা তোমাকে বিরক্ত করছিলো তাই সহ্য করতে পারিনি...( অামি)
=এই ছেলে অামার দিকে তাকাও...অামার যায়গায় অন্য কোনো মেয়ে হলে
এমন টা করতে..?
>জানি না..
=বুঝেছি...
>কি.?
=তুমি বুঝবা না..
>এবার ও কিছু বুঝলাম না...
সেদিনের পর থেকে বন্ধুত্ব টা ভালোই চলছিলো..কিন্তু ভালোবাসি কথাটা বলার সাহস
পাচ্ছিনা..হয়তো নূন ও অার মুখ থেকে কথাটা শুনতে চায় ..কিন্তু সে মুখ ফুটে বলতে পারেনা.
একদিন সন্ধায় নূন কে তার বাসায় রেখে অাসছিলাম..ছেলে গুলো হয়তো অনেক অাগে থেকেই
অামাকে লক্ষ করছিলো...দেখলাম যাদের সেদিন মেরেছিলাম তারা সহ অারো অনেক গুলো
ছেলেই অাছে তাদের সাথে...বুঝতে বাকি রইলনা যে কি ঘটতে চলেছে...
সবাই মিলে খুব মারলো অামাকে..জ্ঞান হারিয়ে রাস্তায় পরেছিলাম..
যখন জ্ঞন ফিরলো দেখলাম বাবা মা অার অাকাশ হসপিটাল এ অামার বেডের
পাশে দাঁড়িয়ে অাছে...বাবা মা চলে যাওয়ার পর অাকাশ কে জিজ্ঞাসা করলাম ..
অামি: নূন জানে এসব কথা..?
অাকাশ: নাহ..
অামি:ওকে বলার দরকার নাই..
অাকাশ: অাচ্ছা..
শরীরের অবস্থা খুব একটা ভালো না...তাই হসপিটাল থেকে ছাড়েনি অামায়..
দুপুরে কার যেন কান্নার অাওয়াজে ঘুম ভাঙলো অামার.. চোখ ফেরাতেইই দেখলাম
নূন কেবিনের দরজায় দাঁড়িয়ে কাঁদছে...অামি ওকে দেখে ওঠার চেষ্টা করতেই ও এসে অামাকে অাবার শুইয়ে দিলো...
=কেনো প্সেদিন ওদের অামার জন্য মারতে গেলে..? (নূন)
>তোমাকে ভালোবাসি তাই...(অামি)
(নূন হয়তো একটু অবাক হয়েছে.)
=ভালোবাসলেই এমন করতে হবে..?? অার অামি যদি তোমাকে ভালো না বাসি.??
>তাহলে হয়ত বেঁচে থাকাটাই মূল্যহীন হয়ে যাবে..
=চুপ এমন কথা অার মুখেও অানবে না..
>অনেক ভালোবাসি নূন তোমায় ৷
=অামিও তোমাকে অনেক অনেক ভালোবাসি অন্তূ....
শুরু হয়ে গেলো একটা নতুন ভালোবাসার গল্প..
ভালো লাগলে অবশ্যই জানাবেন...

No comments

Powered by Blogger.